ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ইনফেকশন এড়াতে হাসপাতালেই ঈদ কাটবে তৌফা-তহুরার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
ইনফেকশন এড়াতে হাসপাতালেই ঈদ কাটবে তৌফা-তহুরার অপারেশনের পৃথক করার পর তৌফা-তহুরা। ছবি: আবাদুজ্জামান শিমুল

ঢাকা:  ঈদের আগে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ভাবলেও অস্ত্রপচারে আলাদা করা তৌফা ও তহুরা’র সার্বিক অবস্থা চিন্তা করে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন চিকিৎসকরা।

ঈদের মধ্যেও তাদের হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন শিশু সার্জারির অধ্যাপক ডাক্তার সাহনূর ইসলাম।

বাংলানিউজকে তিনি বলেন, দীর্ঘ দিন ধরে তৌফা-তহুরা ও তার বাবা-মা হাসপাতালে।

ঈদের জন্য হাসপাতাল থেকে তাদের সাময়িক ছুটি দেওয়ার কথা চিন্তা করা হচ্ছিলো। কিন্তু তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় অনেক ঝুঁকিতে পড়তে হতে পারে। ইনফেকশন, ডায়রিয়াসহ নানা সমস্যা দেখা দিতে পারে। এজন্য   তৌফা-তহুরাকে হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে তাদের শারীরিক অবস্থা অনেক ভাল উল্লেখ করে ডাক্তার সাহনূর ইসলাম বলেন, অস্ত্রোপচারের স্থানের ক্ষত একেবারেই শুকিয়ে গেছে। আর অল্প ক’দিনের মধ্যেই তারা পুরোপুরি সেরে উঠবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।