ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

যশোরে সরকারি হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
যশোরে সরকারি হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক যশোরে সরকারি হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

যশোর: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের পোশাক পরে ব্যবস্থাপত্র লেখার সময় শামীম হাসান (২২) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৫ নভেম্ববর) বেলা ১২টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলায় থেকে তাকে আটক করা হয়।  

আটক শামীম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক কামরুল ইসলাম বেনু বাংলানিউজকে বলেন, হাসপাতালে আসা রোগীরা ৫ টাকার টিকিট কেটে ওয়ার্ডে ঢুকলে অ্যাপ্রোন (ডাক্তারি পোশাক) পরে এবং গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে নিজেকে মেডিকেল কলেজের ইন্টার্ণ চিকিৎসক পরিচয় দিয়ে ব্যবস্থাপত্র লিখতে শুরু করে।  

পরে বিষয়টি জানতে পেরে নিজেই ঘটনাস্থলে গিয়ে তাকে ভুয়া চিকিৎসক নিশ্চিত হয়ে পুলিশে সোপর্দ করি। তবে তার বিরুদ্ধে কোন অর্থ আদায় কিংবা অন্য অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এক প্রশ্নের উত্তরে ডা. কামরুল ইসলাম বেনু বলেন, ওই যুবকের ‘সাইকোলজিক্যাল প্রবলেম’ (মানসিক সমস্যা) থাকতে পারে। তবে সেটা নিশ্চিত নই।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বাংলানিউজকে বলেন, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে। তবে তার প্রকৃত উদ্দেশ সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি।  

তিনি আরও বলেন ‘নিজেকে ডাক্তার পরিচয়ে বিশেষ কাউকে’ পরিচয় দিয়ে প্রতরণা নাকি মানসিক সমস্যা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।