ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সার্ক পেইন সোসাইটির সম্মেলন ঢাকায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
সার্ক পেইন সোসাইটির সম্মেলন ঢাকায়

ঢাকা: সার্ক পেইন সোসাইটির অষ্টম সম্মেলন (কংগ্রেস) আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এ সম্মেলনে ৩২৫ জন দেশি-বিদেশি চিকিৎসক অংশ নেবেন।

হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এ সম্মেলনে অংশ নিতে যাওয়া ৩২৫ জন চিকিৎসকের মধ্যে ২৪১ জন অ্যানেসথেসিওলজিস্ট, বাকি ৮৪ জন বিশেষায়িত চিকিৎসক।

সার্ক পেইন সোসাইটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডা. আখতারুজ্জামান বাংলনিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ২০০৩ সালে সাউথ এশিয়া রিজিওনাল পেইন সোসাইটি বা সার্ক পেইন সোসাইটি প্রতিষ্ঠা হয়। এর আগে তিনবার এ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।  

এবারের সম্মেলনে ডেনমার্কের ২ জন, কানাডার ১ জন, অস্ট্রেলিয়ার ১ জন, ইংল্যান্ডের ২ জন, ভারতের ১২ জন, যুক্তরাষ্ট্রের ১ জন, পাকিস্তানের ১ জন, শ্রীলংকার ১ জন, জাপানের ৬ জন, তাইওয়ানের ২ জন এবং বাংলাদেশের ৮ জন বক্তা তাদের বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।