ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

আব্বাসের চিকিৎসার জন্য ৫ সদস্যের সার্জিক্যাল টিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
আব্বাসের চিকিৎসার জন্য ৫ সদস্যের সার্জিক্যাল টিম ‘এলিফ্যান্ট ডিজিজ’এ আক্রান্ত আব্বাস

মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় বিরল রোগে আক্রান্ত আব্বাস শেখের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের সার্জিক্যাল টিম গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অধ্যক্ষ অধ্যাপক ডা. এমএ আজিজ আব্বাসকে দেখতে এসে সার্জিক্যাল টিম গঠন করার নির্দেশ দেন বলে বাংলানিউজকে জানান ওই হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সুব্রত মণ্ডল।

ওই সার্জিক্যাল টিমে হাসপাতালটির সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান মে. জে. (অব) অধ্যাপক ডা. এমএ বাকীকে প্রধান করে টিম গঠন করে।

টিমের বাকি সদস্যরা হলেন- একই মেডিকেলের উপ-পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল মালেক মৃধা, অ্যানেস্থিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেহতাব আল ওয়াদুদ খান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম রুহুল আমীন, সহকারী অধ্যাপক ডা. সানজানা শারমিন শশী ও সহকারী রেজিস্ট্রার ডা. মো. ওবাইদুর রহমান।

এরআগে, বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে অধ্যাপক ডা. এমএ আজিজ আব্বাসকে দেখতে হাসপাতালটির ১০০৭ নং কেবিনে আসেন। এরপর বিকেল সাড়ে ৩টায় আব্বাসকে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম রুহুল আমীনের অধীনে ভর্তি করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওইদিন রাত ৮টায় সার্জারি বিভাগের প্রধান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এমএ বাকীর অধীনে চিকিৎসার জন্য নির্দেশনা দেন।

**আব্বাসের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে সিরাজুল ইসলাম মেডিকেল

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।