ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশের মানুষের জন্য মানসম্পন্ন ওষুধ উৎপাদনের আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
দেশের মানুষের জন্য মানসম্পন্ন ওষুধ উৎপাদনের আহ্বান স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্স-২০১৯

ঢাকা:  রফতানির দিকে বেশি নজর না দিয়ে দেশের মানুষের জন্য মানসম্পন্ন ওষুধ উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করতে হবে। দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই বিষয়টি নিশ্চিত করতে হবে যে, এ দেশের মানুষ সুলভে মানসম্পন্ন ওষুধ পাচ্ছেন। 

শনিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশের ওষুধ শিল্প এবং বর্তমান পরিস্থিতি নিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস  ‘স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্স-২০১৯’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে।  

বক্তারা বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে যে অবস্থানে পৌঁছেছে, এ অবস্থানকে সুদৃঢ় করতে নিজস্ব পেটেন্ট আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা জরুরি।

বিদেশি সংস্থার পরামর্শ অনুযায়ী নতুন নতুন ওষুধের ফর্মুলার অনুমোদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে সেটি ভুল হবে। দেশের বাজার ও বিদেশের বাজারের জন্য পৃথক সেল গঠন করতে হবে।  


অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমন এফ রহমান, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান, সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির ও স্কয়ার ফার্মসিটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ।  

সম্মেলনটি ৩টি অধিবেশনে বিভক্ত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মকোলজি বিভাগের অধ্যাপক ডা. সায়েদুর রহমান অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনে ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতে গবেষণায় অবদান রাখায় ৩ জন বিজ্ঞানীকে এ বছর ‘স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্স এ্যাওয়ার্ড অব ইয়াং সাইন্টিষ্ট’ এ সম্মানিত করা হয়।  

পুরস্কারপ্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আনোয়ার সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক রওনক জাহান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. হোসেন শাহরিয়ার।  

 বাংলাদেশ সময়:  ২২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এমএএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।