শনিবার (২ মার্চ) বিএসএমএমইউ’র ‘এ’ ব্লকের অডিটোরিয়ামে অনুষ্ঠিত চিকিৎসকদের উচ্চতর ডিগ্রি প্রোগ্রামের 'মার্চ-২০১৯' সেশনের অভিষেক ক্লাসে এমন মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
তিনি বলেন, অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে জাতির জনকের নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় বিশ্বমানে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও নবাগত শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
এমএএম/আরআর