৬ দফা দাবিতে গত বৃহস্পতিবার (মে ০৯) থেকে হাসপাতাল ও একাডেমিক ভবনে তালা দিয়ে সব ধরনের সেবা বন্ধ রাখার পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন মিরপুরে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা।
দাবি আদায়ে বিগত দিনগুলোর ধারাবাহিকতায় মঙ্গলবারও (১৪ মে) হাসপাতাল তালাবদ্ধ রেখেছেন আন্দোলনকারীরা।
শিগগিরই ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন; ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আইন দ্রুত প্রণয়ণসহ ৬ দফা দাবিতে আন্দোলন করছেন ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা।
দাবিগুলো হলো- অতিদ্রুত ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আইন দ্রুত প্রণয়ন, বিইউএমএস ও বিএএমএস চিকিৎসকদের রাজস্বখাতে নিয়োগের ব্যবস্থা করা, সরকানি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজকে বিএসএমএমইউ-তে স্থানান্তর, রাজস্ব ও প্রকল্পের চাকরি অতিদ্রুত বাস্তবায়ন এবং ইন্টার্নি ভাতা অতিদ্রুত বৃদ্ধি করা।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এমইউএম/এমজেএফ