ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহে ‘এ’ ক্যাপসুলের ৯৩ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুন ২২, ২০১৯
ময়মনসিংহে ‘এ’ ক্যাপসুলের ৯৩ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত

ময়মনসিংহ: ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন শেষ হয়েছে। 

শনিবার (২২ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ক্যাম্পেইন। এদিন শিশুদের নীল রংয়ের ক্যাপসুল খাওয়ানোর শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হলেও লাল রংয়ের ক্যাপসুল খেয়েছে জেলার ৯৩ শতাংশ শিশু।

 

সকাল ১০টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রউফ।  

এসময় করপোরেশনের উপ-সচিব (প্রশাসন মনিটরিং) ড. বিলকিস বেগম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

সিভিল সার্জন ডা. আব্দুর রউফ বলেন, শিশুদের ভরা পেটে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। অসুস্থ অবস্থায় কোনো শিশুকে ক্যাপসুল না খাওয়ানোর বিষয়ে কড়া নির্দেশনা ছিল আমাদের।  

জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট এমদাদুল হক বাংলানিউজকে জানান, ময়মনসিংহের ১২ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯০ হাজার ৬১২ জন শিশুকে ১ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ৪ হাজার ৮৭৬ জন শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হয়েছে।  

তিনি জানান, নীল রংয়ের ক্যাপসুলে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হলেও লাল রংয়ের ক্যাপসুলে ৯৩ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৯
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।