আক্রান্ত রোগীদের মধ্যে ভোলা সদর হাসপাতালে ১৩ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে অর্ধেকের বেশি স্থানীয় ও অন্যরা ঢাকা থেকে আগত রোগী বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার বাংলানিউজকে বলেন, গত ১ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সোমবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৫৮২ জন। যাদের মধ্যে ১০৩ জনকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যরা চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ফিরে গেছেন। সোমবার রাত পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১৩ রোগী।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সব হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ রয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত গ্রামগুলোতে স্বাস্থ্যকর্মীরা মানুষকে সচেতন করে তুলছেন। প্রতি হাসপাতালে আলাদা ডেঙ্গু কক্ষ চালু রয়েছে। পুরো সেপ্টেম্বর মাসজুড়ে ডেঙ্গুর প্রবণতা থাকলেও পরবর্তী মাসে তা কমে যাবে।
এদিকে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্চন্নতা, মশা নিধন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এসআরএস