শনিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বিজয়ী ডা. বাবু-আমিন পরিষদের নির্বাচনোত্তর শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আমলাতান্ত্রিক জটিলতায় জর্জরিত, তাই তাদের কাছ থেকে দ্রুত কোনো কাজ হাসিল করা সম্ভব হয় না।
তিনি যোগ করেন, তারা বলেন- আমার সঙ্গে পরে কথা বলবেন। আবার সেই ফাইলটা আস্তে আস্তে নিচে নেমে আসে। এসব আমলাতান্ত্রিক জটিলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এসবের কারণে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না। আমলাতান্ত্রিক জটিলতা পাকিস্তান আমলে যেমন ছিল এখনো তেমনি আছে।
'আমরা জানি না তাদের রাজনৈতিক চিন্তা ধারা কী। তারা কোন রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে এই মন্ত্রণালয়ের এত বড় বড় পোস্টে কাজ করছেন তাও আমাদের খুঁজে বের করতে হবে'
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, স্বাচিপ সভাপতি প্রফেসর ইকবাল আর্সলান, সাবেক সচিব ম আ কাশেম মাসুদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জাপান আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল আলম ভুট্টো প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এইচএমএস/এএ