ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

আইসিসিবিতে নতুন স্বাস্থ্য ক্যাডারদের ওরিয়েন্টেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
আইসিসিবিতে নতুন স্বাস্থ্য ক্যাডারদের ওরিয়েন্টেশন

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)  ৩৯তম বিশেষ (স্বাস্থ্য) ক্যাডার চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন দেওয়া হচ্ছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকেই নবীন চিকিৎসকরা আইসিসিবিতে আসতে শুরু করেন। রেজিস্ট্রেশন ও অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে আইসিসিবির নবরাত্রি হলে অনুষ্ঠানস্থলে রয়েছেন সরকারি এসব চিকিৎসক।

 

৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদান করবেন ৪ হাজার ৪৪৩ জন চিকিৎসক।  

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যােগে আয়োজিত নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  

রোববার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘন্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।