বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ২৫০ রোগীকে এ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে বান্দরবান সেনা জোন।
ওই সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতার-উস-সামাদ রাফি নির্দেশনায় এবং জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ওমর খালিদ রুমীর ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা দেন বান্দরবান জোনের রেজিমেন্ট মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. সানাউল্লাহ, ক্যাপ্টেন হুমায়রা শহীদসহ অন্য মেডিক্যাল সহকারীরা।
এসময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন আকিব আহমেদ এবং বেতছড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইশতিয়াক।
লেফটেন্যান্ট কর্নেল আখতার-উস-সামাদ রাফি বাংলানিউজকে বলেন, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিনিয়ত পার্বত্য এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বান্দরবান সেনা জোন। শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় বসবাসরত মানুষের যেকোনো ধরনের সেবা দিতে আমরা সব সময়ই প্রস্তুত।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এসআরএস