ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পটুয়াখালীতে লাইফ কেয়ার ক্লিনিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
পটুয়াখালীতে লাইফ কেয়ার ক্লিনিককে জরিমানা

পটুয়াখালী: নোংরা পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অপরাধের দায়ে পটুয়াখালী সদর উপজেলার সবুজবাগ লাইফ কেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ক্যাপ্টেন মো. খালেদ মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম এ জরিমানা করেন।

ক্যাপ্টেন মো. খালেদ মাহমুদ জানান, অনুমোদন বিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে চিকিৎসা সেবা দেওয়া, মেয়াদোউত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ওই ক্লিনিককে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।