রোববার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা সদর উপজেলার মোলানীপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী সেবাকেন্দ্রের উদ্ধোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
সংগঠনটির নির্বাহী পরিচালক শাহজালালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা লিটন, জেলা আওয়ামী লীগের নেত্রী হুসনেয়ারা বেগম, ডা. জুলকার নাইম সাগর, ডা. হাকিম আম্বিয়া আক্তার প্রমুখ।
সংস্থাটির সূত্রে জানা যায়, প্রতিবন্ধী সেবা কেন্দ্রটি গত ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবসে যাত্রা শুরু করে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিবন্ধীদের আধুনিক যন্ত্রাংশ দিয়ে দক্ষ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধায়নে চিকিৎসা সেবা কার্যক্রম চলছে।
এছাড়া গ্রামের প্রত্যন্ত এলাকায় প্রতিদিন মানবতার জানালা নামের কর্মসূচির মাধ্যমে ‘ডা. এসেছে বাড়িতে, চিকিৎসা নেবো ফ্রিতে’ এ স্লোগানে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
এ পর্যন্ত মুজিববর্ষের শুরু থেকে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র কল্যাণ সংস্থা প্রায় দুই হাজার অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এসআরএস