ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডায়াবেটিস সচেতনতা দিবসে ফেনীতে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
ডায়াবেটিস সচেতনতা দিবসে ফেনীতে র‌্যালি ডায়াবেটিস সচেতনতা দিবসে ফেনীতে র‌্যালি। ছবি: বাংলানিউজ

ফেনী: ‘ইনসুলিন যার দরকার ইনসুলিন তার অধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে ডায়াবেটিস সচেতনতা দিবসে ফেনীতে র‌্যালি করা হয়েছে।   

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ফেনী ডায়াবেটিক সমিতির আয়োজনে এ র‌্যালি করা হয়।
 
ফিতা কেটে র‌্যালির উদ্বোধন করেন ফেনী ডায়াবেটিক সমিতির কার্যকরী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জমান।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ফেনী ডায়াবেটিক সমিতির কার্যকরী পরিষদের সহ-সভাপতি আবদুল মোতালেব ও সামী-উল হক সাহীন, যুগ্ম-সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম ও সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, সদস্য মোসলে উদ্দিন বাদল, জহিরুল আলম জহির, বাহার উদ্দিন বাহার, ফরিদ আহমদ ভূঁইয়া, সাহাব উদ্দিন শিকদার, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী ও রাজিব খগেশ দত্তসহ সমিতির আজীবন সদস্য, হাসপাতালের পরিচালক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুস, জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা, হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

র‌্যালিতে আরও অংশ নেন ফেনী সরকারি কলেজ, জয়নাল হাজারী কলেজ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ রোভার স্কাউটের সদস্য, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী জি এ একাডেমি, রামপুর গালর্স হাই স্কুল, পৌর বালিকা বিদ্যা নিকেতন, ফেনী বালিকা বিদ্যা নিকেতন, ল্যাবরেটরি  হাই স্কুল, শহীদ মেজর সালাহ উদ্দিন বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এছাড়া ফেনী জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফেনী জেলা ইউনিট, রোটারেক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল ও রোটারেক্ট ক্লাব অব ফেনী সরকারি কলেজের রোটারেক্টরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।