ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

উন্নত দেশের চেয়েও বাংলাদেশে করোনা প্রতিরোধ প্রস্তুতি ভালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
উন্নত দেশের চেয়েও বাংলাদেশে করোনা প্রতিরোধ প্রস্তুতি ভালো

ঢাকা: বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধের প্রস্তুতি অনেক ভালো বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের এক সভা শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

যে ৩ জন ভাইরাসে আক্রান্ত তাদের ইতোমধ্যেই নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সাথে সম্পৃক্ত আরও ৪০ জনকে পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

সম্প্রতি ইতালি ফেরত দুই প্রবাসীর মাধ্যমে বাংলাদেশে করোনা ছড়িয়েছে, তারা বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশের সময় কেন স্ক্যানার মেশিনে বা কর্তৃপক্ষের কাছে ধরা পড়লেন না, এ প্রসঙ্গে বিমানবন্দরের পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে যেহেতু ১০ থেকে ১৫ দিন করোনা ভাইরাস সুপ্ত অবস্থায় থাকে, সেই সময় টের পাওয়া যায় না। ফলে এরকম কেউ ঢুকে পড়তে পারে। অবশ্য এ বিষয়ে আমার থেকে বিশেষজ্ঞরা বেশি ভালো বলতে পারবেন। তবে করোনা প্রতিরোধে বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

করোনাভাইরাস ইস্যুতে বিএনপি সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। এ প্রসঙ্গে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, বিএনপি দেশের মানুষ নিয়ে চিন্তিত নয়, তারা করোনা নিয়েও ভাবছে না, তারা বেশি ভাবছে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। মুজিববর্ষ আমাদের হিংসা-বিদ্বেষ ভুলে যাওয়ার সময়, কিন্তু তারা হিংসা-বিদ্বেষের রাজনীতি করে চলছে। আমরা চাই করোনা ভাইরাস প্রতিরোধে সবাই একযোগে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এইচএমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।