ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা আক্রান্ত ৩ জনের একজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন: ফ্লোরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
করোনা আক্রান্ত ৩ জনের একজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন: ফ্লোরা আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে একজন ছুটি পেয়ে অর্থাৎ সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেছেন, তিনজনের মধ্যে আরও একজন বাড়ি চলে যাওয়ার মতো অবস্থায় আছেন। কিন্তু তার বাড়িতে সমস্যার কারণে তিনি যেতে পারছেন না।

এছাড়া বাকি একজনের এখনও করোনা ভাইরাস পজেটিভ আসেনি।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, ইউনিসেফের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

ডা. ফ্লোরা বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত নতুন কেউ আর শনাক্ত হয়নি। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।   

** ৩৩৩ নম্বরে কল করে পাওয়া যাবে করোনার তথ্যসেবা​
** ‌প্রবাসীদের ‘করোনামুক্ত’ সনদের প্রয়োজন নেই

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
পিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।