ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ইতালি থেকে ফিরলেই কোয়ারেন্টাইনে থাকতে হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ইতালি থেকে ফিরলেই কোয়ারেন্টাইনে থাকতে হবে ইতালি পতাকা

ঢাকা: ইতালি থেকে কেউ বাংলাদেশে ফিরলেই বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

রোববার (১৫ মার্চ) রোমের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠােনা প্রস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে রোববার মধ্যরাত থেকে ইউরোপের সব দেশ (যুক্তরাজ্য-তুরস্ক ছাড়া) থেকে বাংলাদেশ অভিমুখী ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়া ইতালি থেকে কেউ বাংলাদেশে ফিরলেই বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে ইউরোপের সঙ্গে আগামী ১৪ দিন সব ফ্লাইট  বন্ধ থাকবে। রোববার মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ সময়ে ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসাও বন্ধ থাকবে। তবে যুক্তরাজ্য ও তুরস্ক এর আওতার বাইরে থাকবে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।