ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মুন্সিগঞ্জে হোম কোয়ারেন্টিনে ৩৭৮ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
মুন্সিগঞ্জে হোম কোয়ারেন্টিনে ৩৭৮ জন

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলার ছয়টি উপজেলায় কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৭৮ জনে দাঁড়ালো।

রোববার (২২ মার্চ) মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।  

বাংলানিউজকে তিনি জানান, হোম কোয়ারেন্টিনে আছেন মুন্সিগঞ্জ সদরে ৬ জন, টংগিবাড়ী ২৭ জন, লৌহজং ৬ জন, শ্রীনগর ৫ জন, সিরাজদিখান ১৭ জন ও গজারিয়া উপজেলায় ৫ জন।

আর গত কয়েকদিনে ৫২ জন হোম কোয়ারেন্টিন সম্পন্ন করেছে।

তিনি আরও জানান, প্রতিদিন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ-খবর নিচ্ছেন এবং বাইরে ঘোরাফেরা না করে বাসায় অবস্থান করার পরামর্শ দিচ্ছেন। আর শুধু বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিনের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।