ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
খুমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার খুমেক হাসপাতাল।

খুলনা: প্রয়োজনীয় পার্সোনাল প্রকেটটিভ ইক্যুইমেন্ট পাওয়ার আশ্বাসে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাত ৯টায় তারা কর্মবিরতি প্রত্যাহরের ঘোষণা দেন। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডা. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইন্টার্ন চিকিৎসকদের যারা ডিউটিতে থাকবে তাদের পর্যাপ্ত পরিমানে পার্সোনাল প্রকেটটিভ ইক্যুইমেন্ট সরবরাহ করা হবে। এ আশ্বাস পেয়ে আমরা কর্মবিরতি প্রত্যাহর করেছি। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে কাজে যোগ দেবো।

এর আগে রোববার (২২ মার্চ) দুপুর আড়াইটা থেকে হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগী দেখা বন্ধ করে দিয়েছিলেন তারা।

ওই দিন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. হাসান শাহরিয়ার জানিয়েছিলেন, কয়েকদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইন্টার্ন চিকিৎসকরা তাদের পার্সোনাল প্রকেটটিভ ইক্যুইমেন্ট দাবি করলেও তার ব্যবস্থা হয়নি। এছাড়া বাজারে সংকট থাকায় নগদ টাকা দিয়েও তা’ কেনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ঝুঁকি নিয়েই চিকিৎসা দিতে গিয়ে দুইজন ইন্টার্ন চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে ভাইরাসজনিত রোগে সংক্রমিত হওয়ার ভয়ে প্রয়োজনীয় পার্সোনাল প্রকেটটিভ ইক্যুইমেন্ট ছাড়া কোনো ইন্টার্ন চিকিৎসক ওয়ার্ডগুলোতে চিকিৎসা দিতে যাবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে খুমেক হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ বলেন, ইন্টার্ন চিকিৎসকদের সব দাবি আমরা মেনে নিয়েছি। তাদের কর্মবিরতিতে থাকতে বারবার নিষেধও করেছি। তারা যা করেছে তা দুঃখজনক। আমাদের যথেষ্ট পরিমানে চিকিৎসক রয়েছেন। তারা কাজ না করেও কিছু আসে যায় না। সোমবার যদি তারা কর্মে না ফেরেন তবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।