এদের মধ্যে সিরাজগঞ্জ সদরের ৩৭ জন, বেলকুচির ৩৬, উল্লাপাড়ার ৮৩ জন, রায়গঞ্জের ৫৩, কাজিপুরের ২৩, শাহজাদপুরের ১৩৯ জন, কামারখন্দের ২৩, তাড়াশের ৭ জন, ও চৌহালী উপজেলার ১৮ জন রয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির।
তিনি জানান, হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খোঁজ-খবর রাখা হচ্ছে। যারা কোয়ারেন্টিন অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জেলা ও উপজেলা পর্যায়ে খোলা হয়েছে করোনা মনিটরিং সেল। সেখান থেকে ২৪ ঘণ্টা সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এসআরএস