ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে হোম কোয়ারেন্টিনে ২০৩০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
সিলেটে হোম কোয়ারেন্টিনে ২০৩০ হোম কোয়ারেন্টিন

সিলেট: করোনা ভাইরাস সন্দেহে সিলেটে গত ২৪ ঘণ্টায় আরো ২০৭ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। এ নিয়ে মোট ২ হাজার ৩০ জন হোম কোয়ারেন্টিনে আছেন।

এরমধ্যে মোট কোয়ারেন্টিদের মধ্যে সিলেটে ৮০৪, সুনামগঞ্জে ৩০৩, হবিগঞ্জ ৫৭৮ ও মৌলভীবাজারে ৩৪৫ জন। আর গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৩, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ৯৭ ও মৌলভীবাজারে ২৫ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১০ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে পর্যায়ক্রমে ৫৮৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সর্বশেষ বুধবার সিলেট বিভাগে ১৩৬ জন কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জ জেলার ৪১ জন, মৌলভীবাজারের ৬২ জন এবং হবিগঞ্জ জেলার ২৩ জন।

তিনি বলেন, সিলেটে শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতাল আইসোলেশনে ২জন থাকলেও বুধবার একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে হবিগঞ্জ হাসপাতাল আইসোলেশনে একজন ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের হিসাব মতে গত ২ ফেব্রুয়ারি থেকে ধরে এ বিভাগে ২৬ হাজার ৮৮৮ জন প্রবাস থেকে দেশে ফিরেছেন জানিয়ে ডা. আনিসুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় হিসাব অনুযায়ী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন ২৪ জন, তামাবিল স্থলবন্দর দিয়ে ২৪ জন এবং সুতারকান্দি শুল্ক স্টেশন দিয়ে ৭জন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।