ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মৌলভীবাজারে হোম কোয়ারেন্টিনে ৫৯৭ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
মৌলভীবাজারে হোম কোয়ারেন্টিনে ৫৯৭ জন

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার সাত উপজেলায় ৫৯৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বলেন, মৌলভীবাজার সদর উপজেলায় ৬৬ জন, রাজনগর উপজেলায় ৮১ জন, কুলাউড়া উপজেলায় ৭৯ জন, বড়লেখা উপজেলায় ৬৮ জন, শ্রীমঙ্গল উপজেলায় ১২২ জন, কমলগঞ্জ উপজেলা ১০৪ জন এবং জুড়ি উপজেলায় ৭৭ জনসহ মোট সাত উপজেলায় ৫৯৭ জনকে হোম কোয়ারেন্টিনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদের মধ্যে বেশির ভাগই সম্প্রতি বিদেশ থেকে দেশে এসেছেন। অবশিষ্ট কয়েকজন তাদের নিকটাত্মীয় রয়েছে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের সংস্পর্শে ছিলেন।

ডা. তউহীদ আহমদ বলেন, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্রপ্রাপ্ত ব্যক্তি এবং যাত্রীর সংখ্যা ৪৪ জন এবং বিগত ১০ মার্চ থেকে অদ্যাবধি ছাড়পত্রপ্রাপ্ত ব্যক্তি এবং যাত্রীর সংখ্যা ২৬৯ জন।  
 
গত ২৪ ঘণ্টায় সাত উপজেলায় হোম কোয়ারেন্টিনে পাঠানো ব্যক্তি এবং যাত্রীর সংখ্যা ১৮ জন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
বিবিবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।