শনিবার (২৮ মার্চ) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
হোম কোয়ারেন্টিনে থাকা ২১৩ জনের মধ্যে ভোলা সদরে ৪২ জন, দৌলতখানে ৪১ জন, বোরহানউদ্দিনে ১৫ জন, লালমোহনে ১৭ জন, চরফ্যাশনে ২৮ জন, তজুমদ্দিনে ৫০ জন ও মনপুরা উপজেলায় ২০ জন রয়েছেন।
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বাংলানিউজকে জানান, জেলার সব হাসপাতালে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে। আর জেলা স্বাস্থ্য বিভাগ সর্বমোট ৪১১ পিপিই পেয়েছে। ওই সব পিপিই ব্যবহার করছেন চিকিৎসক ও নার্সরা। আরও পিপিই চাহিদা চাওয়া হয়েছে। এ মুহূর্তে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এসআরএস