মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। চলতি মাসে কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় মোট ৫৪০ জন বিদেশফেরত প্রবাসী এসেছেন।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, যারা হোম কোয়ারেন্টিনে ছিলেন তারা সবাই সুস্থ আছেন। করোনা মোকাবিলায় প্রস্তুতি হিসেবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কুড়িগ্রাম জেলার জন্য ১৬৮৫টি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টসহ (পিপিই) মাস্ক ও গ্লাভস পাওয়া গেছে। যা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ১০টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আরো নতুন ৪০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে জানান, জেলার ৯ উপজেলা ও তিন পৌসভায় ১ হাজার ৯৬০ পরিবারকে ১০ কেজি করে চাল ও তিন হাজার ৪০০ পরিবারকে ১ কেজি করে চাল, ৫ কেজি আলু, ডাল, লবণ এবং সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত চাল রয়েছে। এছাড়া আগামীতে কর্মহীন ও হতদরিদ্র মানুষের সহায়তায় স্থানীয়ভাবে তহবিল গঠন করা হবে ও খাদ্য সহয়তা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এফইএস/আরআইএস