বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে নতুন করে ১৯ জনকে।
এরমধ্যে ভারত থেকে ১৬ জন এবং দুবাই, আমেরিকা ও জর্ডান থেকে একজন করে এসেছেন। এ ১৯ জনকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
নতুন যে ১৯ জন রাজশাহীতে এসেছেন তার মধ্যে রাজশাহী সিটি করপেরেশন এলাকায় রয়েছেন আটজন, মহানগরের বাইরে জেলার চারঘাট উপজেলায় ছয়জন, বাগমারায় একজন ও পবায় চারজন বিদেশেফেরতকে চিহ্নিত করা হয়েছে।
এদিকে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় গত ১ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার ৫৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। ১৪ দিন পূর্ণ হয়ে যাওয়ায় এদের মধ্যে ৬৪৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ৪১০ জন।
রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, রাজশাহীতে এখনও করোনা রোগী শনাক্ত হয়নি। তবে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তারা বিদেশফেরতদের শনাক্ত করে শতভাগ হোম কোয়ারেন্টিন নিশ্চিতের চেষ্টা করছেন।
বাংলাদেশ সময় : ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এসএস/আরবি