রোববার (০৫ এপ্রিল) এর শুভ উদ্বোধন করবেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। শনিবার (০৪ এপ্রিল) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএসএমএমইউয়ের সব বহির্বিভাগে চিকিৎসাসেবা, ফিভার ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়া, জরুরি বিভাগগুলোতে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি হেল্পলাইনেও চিকিৎসাসেবা দেবেন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা।
এছাড়া বেতার ভবনের নিচতলায় ফিভার ক্লিনিকে এ পর্যন্ত জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৯০ জন রোগী সেবা গ্রহণ করেছেন। এরমধ্যে ২১ রোগীর করোনা ভাইরাস টেস্টের নমুনা সংগ্রহ করে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
পিএস/এবি/টিএ