রোববার (৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, জেলায় নতুন চার জনসহ এ পর্যন্ত জেলায় মোট ৫৯৩ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় পর্যবেক্ষণে রাখা হয়।
গত সপ্তাহে করোনা আক্রান্ত সন্দেহে কয়েকজনের নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। রোবরার সন্ধ্যায় তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এসআরএস