সোমবার (০৬ এপ্রিল) হোম কোয়ারেন্টাইনে থাকা এক দুদক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, দুদক পরিচালক জালাল সাইফুর রহমান অসুস্থবোধ করার পরেই ছুটিতে যান৷ এর আগে তার সংস্পর্শে আসা ১০ কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে৷ তবে তাদের কারোই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোন উপসর্গ নেই৷
এর আগে ভোরে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত দুদক পরিচালক জালাল সাইফুর রহমান মারা যান।
কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান বাংলানিউজকে বলেন, দুদক কর্মকর্তা সাইফুর রহমান করোনা আক্রান্ত হয়ে সাত থেকে আটদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ভোরে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বর্তমানে তার স্ত্রী-সন্তান আইসোলেশনে রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
ডিএন/আরআইএস/