টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার রাতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে শনাক্ত রোগীর বাড়িসহ আশপাশের ৩৫টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) সকালে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বাংলানিউজকে জানান, শনাক্ত হওয়া ওই রোগী নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে চাকরি করেন।
গত রোববার তিনি নারায়ণগঞ্জ থেকে মির্জাপুরের ভাওড়াতে গ্রামের বাড়িতে আসেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে সোমবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে মঙ্গলবার রাতে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চত হয় প্রশাসন।
পরে রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। একই সঙ্গে তার বাড়ির আশপাশের প্রায় ৩৫টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।