বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪১ জনসহ মোট ৬৫৮ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনের আওতায় নেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত সন্দেহে ২০ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এবং রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ১১ জনের নেগেটিভ এসেছে। এখনো ৯ জনের রিপোর্ট আসা বাকি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এসআরএস