স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে হাওরাঞ্চল সুনামগঞ্জে ১৩৯ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। যাদের বেশিরভাগই দিরাই উপজেলার।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ জন। এরমধ্যে সিলেটে ৩২, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ৯ এবং মৌলভীবাজারে ৩ জন। আর গত ১০ মার্চ থেকে এই পর্যন্ত হোম কোয়ারেন্টিন থেকে ৩ হাজার ২৯ জন ছাড়পত্র পেয়েছেন। তন্মধ্যে সিলেটে ৮৭০ জন, সুনামগঞ্জে ৬০৭ জন, হবিগঞ্জে ৮৯৮ জন এবং মৌলভীবাজারে ৬৫৪ জন। পাশাপাশি হাসপাতাল আইসোলেশন থেকে ৫১ জনের মধ্যে ৩৩ জনের রিপোর্ট নেগেটিভ আাসায় তারা ছাত্রপত্র নিয়ে বেরিয়ে গেছেন। কেউবা অন্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এনইউ/এএটি