এ ঘটনা জানতে পারেন এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের চিকিৎসক ডা. হাসনাত আনোয়ার। জানার পর তাৎক্ষণিকভাবেই তিনি সিদ্ধান্ত নেন ওই বয়স্ক মানুষের সেবা করার।
করোনা মোকাবিলায় টেলিমেডিসিন ও হোম কোয়ারেন্টিনে থাকা রোগীদের নিয়ে ব্যস্ততার মধ্যেই অ্যাম্বুলেন্স ভাড়া করে ওই বয়স্ক রোগীর বাড়িতে যান ডা. হাসনাত। নিজেই রোগীকে হাসপাতালে নিয়ে আসেন, শুরু করেছেন চিকিৎসা সেবার কার্যক্রম।
এ প্রসঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ডা. হাসনাত আনোয়ার। লেখেন, ‘সব রোগী করোনা নয়, সব রোগীর শ্বাসকষ্ট মানে করোনার জন্য হচ্ছে এটা নয়, দয়া করে আতঙ্কিত হবেন না। আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার পরিবার, তারপরেই আপনার চিকিৎসক। করোনা ডায়াগনসিস না হওয়া পর্যন্ত রোগী বাসায় ফেলে রাখবেন না, হাসপাতালে আনুন। করোনা হলে আমরা আইসোলেশনে পাঠাবো এবং চিকিৎসা দিবো। এটা আমার ব্যক্তিগত উদ্যোগ, কেউ মনে কিছু নিবেন না। আপনার চিকিৎসক আপনার বন্ধু। ’
এর আগেও করোনা আতঙ্কের প্রথম থেকেই ফেসবুকের মাধ্যমে রোগী দেখা অব্যহত রাখার ঘোষণা দিয়েছিলেন এই চিকিৎসক।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
ইউজি/এইচএডি/