শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ৭৮ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
কোয়ারেন্টিনে রয়েছেন ১৮০ জন।
তিনি আরও জানান, এদিকে করোনার প্রাথমিক উপসর্গ থাকা ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এবং রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তাড়াশের পোশাক শ্রমিকসহ ১৫ জনের প্রতিবেদন কয়েক দফায় এসেছে। এদের সবার শরীরে করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। অন্য ২৩ জনের প্রতিবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এসআরএস