ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করিমগঞ্জে একই পরিবারের ৩ জন করোনা আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
করিমগঞ্জে একই পরিবারের ৩ জন করোনা আক্রান্ত

কিশোরগঞ্জ: গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একই পরিবারের তিন জনের শরীরে কোভিড-১৯ এর জীবাণু শনাক্ত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।  

তিনি বলেন, জ্বর, সর্দি-কাশি থাকায় করোনা আক্রান্ত সন্দেহে করিমগঞ্জ উপজেলায় ছয় জনসহ জেলার অন্য উপজেলার এমন ১৫ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

এর মধ্যে করিমগঞ্জে একই পরিবারের তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে অন্যদের নমুনার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। নতুন তিন জনসহ এনিয়ে জেলায় মোট ১০ জনের কোভিড-১৯ শনাক্ত হলো।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনা আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন করে ৭২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় কোয়ারেন্টিনের আওতায় পর্যবেক্ষণে রয়েছেন ২৪৮ জন। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ১১ জন। এদের মধ্যে জেলার ভৈরব উপজেলায় ১০ জন ও কিশোরগঞ্জ সদর উপজেলায় একজন।  

এছাড়া শনিবার ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে করোনার কোনো লক্ষণ না থাকায় ১৮ জনকে দেওয়া হয়েছে ছাড়পত্র। এনিয়ে এ জেলায় কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৭৪ জন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।