শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত ’অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আমরা জানতে চাই বাংলাদেশের প্রতিটি ইউনিয়নের অবস্থা কী।
তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীদের কাজে লাগিয়ে আমরা নমুনা সংগ্রহ করবো। পর্যাপ্ত সংখ্যক নমুনা সংগ্রহ করবো।
আবুল কালাম বলেন, পরীক্ষার মাধ্যমে যদি দেখা যায় কোনো ইউনিয়ন বা উপজেলায় করোনা আক্রান্ত রোগী নেই, তাহলে সেখানে নতুন করে যেন সংক্রমণ না ঘটে সে ব্যবস্থা নেওয়া হবে। আর যেখানে পাওয়া যাবে, সেখান থেকে অন্য এলাকায় যেন না ছড়ায় সে ব্যবস্থাও নেওয়া হবে। সারা দেশে এরকম পরিস্থিতি তৈরি করতে পারলে করোনা মোকাবিলা করা সম্ভব।
স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টরস ফর কভিড -১৯ সলিউশনস বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. সাইফ উল্লাহ বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সৃষ্ট মহামারিতে আক্রান্ত রোগী সময় মতো হাসপাতালে ভর্তি হতে পারছে না। বিভিন্ন হাসপাতালের বিভিন্ন রকম নির্দেশনা ও সীমাবদ্ধতার জন্য এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, এই সমস্যা সমাধানের জন্য আমাদের স্বেচ্ছাসেবী এই সংগঠন কাজ করবে। এই সংগঠনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক আছেন।
সাইফ উল্লাহ বলেন, এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে কভিড-১৯ এ আক্রান্ত ও আক্রান্ত নয় এমন রোগীদের চিহ্নিত করে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দিয়ে যথাযথ হাসপাতালে ভর্তির সুযোগ করে দেওয়া।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইতিমধ্যে বেশকিছু ডাক্তার, নার্স, সেনা সদস্য, পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মীরা আক্রান্ত হয়েছেন। তাদের সুস্থতা কামনা করি। ঘরে থাকুন, সুস্থ থাকুন। ঘরে থাকুন, সুস্থ থাকবেন, আক্রান্ত হবেন না। করোনা পরীক্ষা করুন, নিজে বাঁচুন, প্রিয়জনকে বাঁচান।
তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ৪৮২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৫৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৩১৩টি।
এই সময় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে অনলাইনে যুক্ত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
পিএস/এজে