ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কুয়েত-বাংলাদেশ মৈত্রীর ৬ চিকিৎসক বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
কুয়েত-বাংলাদেশ মৈত্রীর ৬ চিকিৎসক বহিষ্কার

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা না দিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয় চিকিৎসককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১১এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাদের বহিষ্কার করা হয়।

ছয় চিকিৎসক হলেন- জুনিয়র কনসালটেন্ট ডা. হীরন চন্দ্র রায়, মেডিক্যাল অফিসার ডা. ফারহানা হাসনাত, জুনিয়র কনসালটেন্ট ডা. শাহমিন হোসেন, মেডিক্যাল অফিসার ডা. উর্মি পারভীন, মেডিক্যাল অফিসার ডা. কাওসারউল্লাহ ও আরপি (মেডিসিন) ডা. মুহাম্মদ ফজলুল হক।

জানা গেছে, ছয় চিকিৎসকের তিনজন হাসপাতালে অনুপস্থিত, দুইজন আক্রান্ত রোগী দেখতে অনিচ্ছুক ছিলেন। আর একজন ইস্তফা দিয়েছেন।

এর আগে ওই চিকিৎসকদের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সেবা বিভাগের পরিচালক বরাবর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সেহাব উদ্দীন চিঠি পাঠিয়েছিলেন। এতে তিনি বলেন, ছয় চিকিৎসক কোভিড-১৯ কেন্দ্রে সেবা দিচ্ছেন না।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
পিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।