শনিবার (১১ এপ্রিল) রাতে চ্যানেল দুইটিতে কর্মরতদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।
নতুন আক্রান্তরা এ ধরনের কোনো অ্যাসাইনমেন্টে বা অন্য আক্রান্ত কারও সংস্পর্শে গিয়েছিলেন কি-না, সেটি এখনও জানা যায়নি।
তাদের আক্রান্ত হওয়ার খবরে অন্যান্য সাংবাদিকদের মধ্যে আলাদা আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কর্মক্ষেত্রে সঠিক নিরাপত্তা চেয়ে।
এর আগে প্রথম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন ক্যামেরাপারসন করোনায় আক্রান্ত হন। এরপর যমুনা টেলিভিশনের সাহাদাত হোসেন, বাংলাদেশ খবরের এমদাদুল হক খান ও দৈনিক সংগ্রামের একজন করোনায় আক্রান্ত হন।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
ডিএন/টিএ