বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ কথা জানান।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করেছি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমি অনুরোধ জানাবো, সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যেসব স্বাস্থ্য নীতি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে প্রত্যেকের নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, পরিবারের সদস্যদের স্বার্থে, আত্মীয়-স্বজনের স্বার্থে, সমাজের সবার স্বার্থে আমরা মেনে সেই স্বাস্থ্য নীতিগুলো মেনে চলি। আর সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫০। নতুন করে ২১৯ জনসহ মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৩১ জন।
আরও পড়ুন>> নতুন ৪ জনসহ ৫০ মৃত্যু, আরো শনাক্ত ২১৯ জন
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
পিএস/এইচএডি/