কিশোরগঞ্জ: গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে ছয় উপজেলায় নতুন করে ১১ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে এখন পর্যন্ত জেলাটিতে করোনা পজেটিভ শনাক্ত হলেন ৩৪ জন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।
তিনি বলেন, সর্বশেষ গত ১৪ এপ্রিল ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরীক্ষাগারে ২৪ জনের নমুনা পাঠানো হয়েছিল।
বৃহস্পতিবার ১১ জনের প্রতিবেদনে কোভিড-১৯ পজেটিভ ও অন্য ১৩ জনের নেগেটিভ এসেছে। এর মধ্যে ইটনায় তিনজন, তাড়াইল, ভৈরব, ও কুলিয়ার চর উপজেলায় দু’জন করে ছয়জন এবং কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় একজন করে দু’জন রয়েছেন।
এর আগে জেলায় ২৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বৃহস্পতিবার নতুন ১১ জনসহ জেলায় এখন পর্যন্ত ৩৪ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হলেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।