ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: কুর্মিটোলায় চিকিৎসাধীন ‘গরিবের ডাক্তার’ গৌতম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
করোনা: কুর্মিটোলায় চিকিৎসাধীন ‘গরিবের ডাক্তার’ গৌতম

সুনামগঞ্জ: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জের চিকিৎসক ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. গৌতম রায়। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে  ‘সুনামগঞ্জ সিভিল সার্জন’ নামে আইডিতে থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে তার করোনা পজেটিভ প্রতিবেদন আসে বলে গণমাধ্যমকে নিজেই জানান ডা. গৌতম রায়।

এছাড়া তার হাসপাতালের চিকিৎসকসহ আরও ১২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলেও তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সুনামগঞ্জের গরীবের ডাক্তার খ্যাত ডা. গৌতম রায় সম্প্রতি পদোন্নতি পেয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালের প্রধান তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক পদে যোগ দেন। এর আগে তিনি জামালপুর জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে ডা. গৌতম রায়ের করোনা শনাক্তের সংবাদে তার সুচিকিৎসার দাবি জানিয়ে দোয়া করছেন সুনামগঞ্জবাসী। এছাড়া অসংখ্য মানুষ ফেসবুকে তার সুস্থতা কামনা করে স্টাটাসও দিচ্ছেন।  

সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও সুনামগঞ্জবাসীর কাছে ডা. গৌতম রায়ে আরোগ্য কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।