শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে নারী-পুরুষের বিভাজন থেকে দেখা যায় শতকরা ৬৮ ভাগ পুরুষ, নারী ৩২ ভাগ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ১৫ জনের। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭৫। নতুন ২৬৬ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৩৮। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২৪৪টি। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৯০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৭৭টি।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এম আইএস) বিভাগের পরিচালক ড. মো. হাবিবুর রহমান অনলাইনে যুক্ত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
পিএস/এইচএডি