শুক্রবার (১৭ এপ্রিল) থেকে মেশিন স্থাপনের কাজ শুরু হয়েছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, কাঞ্চন বেস্টওয়ে সিটিতে করোনা ভাইরাস পরীক্ষার এ ল্যাব শুধু রূপগঞ্জের জনগণের জন্য নয়, এখানে নারায়ণগঞ্জ জেলার মানুষের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা সম্ভব হবে।
তিনি বলেন, নমুনা সংগ্রহের জন্য হটলাইন চালু রয়েছে। ফোন দিলেই বাসা থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসা হবে। এছাড়া মাইক্রোবায়োলজিস্ট, ডাক্তার এবং নার্স প্রস্তুত রয়েছে। একটি সরকারি ও দু’টি বেসরকারি অ্যাম্বুলেন্স করোনা রোগী পরিবহনের জন্য কাজ করবে। তিনটি অ্যাম্বুলেন্সেই প্রস্তুত রয়েছে।
ঢাকার পরই হটজোন হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জে পরীক্ষার জন্য কোনো ল্যাব নেই। ঢাকা থেকে কর্মীরা গিয়ে নমুনা সংগ্রহ করেন। এতে সময়ক্ষেপণ হয়ে যাচ্ছে। ফলে রোগী সংক্রমণের হার বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
এমআইএইচ/এএ