যেসব এলাকায় সংক্রমণ বেশি ছড়িয়েছে, এরমধ্যে ঢাকা বিভাগ অন্যতম। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ।
দেশের আট বিভাগের মধ্যে যেসব জেলায় সংক্রমণ বেশি ছড়িয়েছে, সেসব জেলার তথ্য তুলে ধরা হলো। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে, মোট রোগীর চার ভাগের তিন ভাগই রয়েছেন ঢাকা বিভাগে। অর্থাৎ ঢাকা বিভাগে মোট আক্রান্তের মধ্যে এক হাজার ৩৭০ জন। এরমধ্যে রাজধানী ঢাকাতে ৬৩০ জন।
আইইডিসিআরের ওয়েবসাইটে পাওয়া তথ্যানুযায়ী, ঢাকা বিভাগের ১৩টি জেলায় সংক্রমণ ছড়িয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ঢাকা জেলা ও রাজধানী ঢাকায়; ৭৬২ জন। এরপরে রয়েছে নারায়ণগঞ্জ জেলায়; ২৮৯ জন। গাজীপুরে ১১৭ জন। নরসিংদীতে ৬৫ জন। কিশোরগঞ্জে ৩৩ জন। মুন্সিগঞ্জে ২৭ জন। মাদারীপুরে ২৩ জন। এছাড়া গোপালগঞ্জে ১৭ জন করোনা রোগী রয়েছেন।
চট্টগ্রাম বিভাগের নয়টি জেলায় সংক্রমণ ছড়িয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ৩৭ জনের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এরপরে লক্ষ্মীপুরে ১৮ জনের করোনা পজিটিভ। কুমিল্লায় ১৫ জনের। ব্রাহ্মণবাড়িয়ায় নয়জন, চাঁদপুরে আটজনের করোনা পাওয়া গেছে।
ময়মনসিংহ বিভাগের চারটি জেলার মধ্যে ময়মনসিংহ জেলায় ১৮ জন, জামালপুরে ১২ জন, শেরপুরে পাঁচজন ও নেত্রকোনায় সাতজনের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
বরিশাল বিভাগের পাঁচটি জেলায় সংক্রমণ ছড়িয়েছে। এরমধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি; ১৭ জন। এছাড়া বরগুনায় পাঁচজনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে।
রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে সবচেয়ে বেশি গাইবান্ধায়; ১২ জন। এছাড়া দিনাজপুরে আটজন ও নীলফামারীতে ছয়জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
সিলেট বিভাগের চার জেলায়ই সংক্রমণ ছড়িয়েছে। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় মোট সাতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আর খুলনা বিভাগের পাঁচ জেলার মধ্যে যশোর, বাগেরহাট, খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গায় মোট ছয়জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে।
রাজশাহী বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি রাজশাহী জেলায়; চারজন। জয়পুরহাট, পাবনা ও বগুড়ায় মোট আটজন রোগী শনাক্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
পিএস/টিএ