রোববার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত ’অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৩৪টি।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের (এমআইএস) পরিচালক ড. মো. হাবিবুর রহমান অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত ছিলেন।
এরআগে, শনিবার (১৮ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়। শুক্রবার (১৭ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১৫ জনের।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
পিএস/আরআইএস/