রোববার (১৯ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় ৩১৬ জনসহ এ জেলায় মোট ১ হাজার ৯৯১ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে করোনার প্রাথমিক উপসর্গ থাকায় ৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩৪ জনের প্রতিবেদন এসেছে। যার সবগুলোই করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। অন্য ৪০ জনের প্রতিবেদন এখনো আসেনি।
বাংলাদশে সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
এসআরএস