ডা. সুমন লাল দেব সিলেট ওমেনস মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চলছে এই সেবা কার্যক্রম।
বাংলানিউজকে ডা. সুমন বলেন, রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে আট/দশজন ডাক্তার আমার গাড়িটি ব্যবহার করেছেন। প্রচুর সাড়া পাচ্ছি। আমাদের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত চলবে আমার এ কার্যক্রম।
এমন ব্যতিক্রমী কাজের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, গত কয়েকদিন থেকে আমি বাসায় যাওয়ার সময় প্রায়ই দেখছি, ডাক্তাররা হেঁটে হেঁটে ডিউটি থেকে যাচ্ছেন। এই লকডাউনের সময় তাদের হাসপাতাল বা ক্লিনিক থেকে কোনো গাড়ির ব্যবস্থা কেউ করছে না। আমি সিলেটের বেশির ভাগ হাসপাতালে ফোন করে জেনেছি হাসপাতাল ডাক্তারদের জন্য কোনো পরিবহন দিচ্ছে না। শুধু ডাক্তারদের কথা ভেবেই এমন উদ্যোগ আমার।
এ প্রসঙ্গে তিনি বলেন, ডাক্তাররা নিজের বাসস্থান থেকে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার জন্য অথবা হাসপাতাল বা ক্লিনিক থেকে বাসায় আসার সময় যদি কোনো গাড়ির প্রয়োজন হয় তাহলে আমাকে একটা ফোন দেবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার গাড়ি পাঠিয়ে দেবো।
সিলেট শহরে কোনো ডাক্তারের যদি চিকিৎসার কাজে যাওয়ার জন্য গাড়ির প্রয়োজন হয় তবে অবশ্যই 01716870262 (ডা. সুমন) অথবা 01994653467 (চালক আরিফ) এ দুই নম্বরের কোনো একটিতে ফোন করে গাড়িটি সম্পূর্ণ ফ্রিতে বুকিং দেওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
এএ