ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সেন্ট্রাল পুলিশ হাসপাতালকে ১শ আইসোলেশন শয্যা দিল আকিজ গ্রুপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
সেন্ট্রাল পুলিশ হাসপাতালকে ১শ আইসোলেশন শয্যা দিল আকিজ গ্রুপ

ঢাকা: দেশে চলমান করোনা পরিস্থিতিতে সেন্ট্রাল পুলিশ হাসপাতালের (সিপিএইচ) জন্য ১০০টি আইসোলেশন শয্যাসহ, আইসিইউ মেশিন, কার্ডিয়াক মেশিন, অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), স্প্রে-রুম এবং অন্যান্য মেডিক্যাল ইকুইপমেন্ট দিয়েছে আকিজ গ্রুপ।

রোববার (১৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি) সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ব্যবহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে বিদেশ থেকে আমদানি করা মেডিক্যাল সরঞ্জামাদি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহীদুজ্জামান, নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

এসব উপকরণ হস্তান্তরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের পুলিশ বাহিনীরা অবিরাম রাতদিন কাজ করে যাচ্ছে এবং এই কাজ করতে যেয়ে তারা নিজেরাই অনেকে করোনা পজিটিভ হয়েছেন। আজকে এই দুর্দিনে আকিজ গ্রুপ সর্বপ্রথম ওই চিকিৎসা সরঞ্জামাদি আমাদের কাছে তুলে দেওয়ার জন্য আমরা আকিজ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ আকিজ গ্রুপের এই মানবিক সহায়তা প্রদানে এগিয়ে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি) মহোদয় আজ টিভি সাক্ষাৎকারে বলেন, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।   স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লকডাউন কার্যক্রম সফল ও মানুষকে ঘরে রাখার জন্য পুলিশ বাহিনীর সদস্যরা মাঠে নেমে দিনরাত পরিশ্রম করে চলেছেন। এই নির্দেশনা সফল করার জন্য বাংলাদেশের পুলিশ ভাই ও বোনেরা রাতদিন মাঠে কঠোর পরিশ্রম করে চলেছেন। শুধু তাই নয় কোভিড-১৯ এ যেসব রোগীরা মারা যাচ্ছেন তাদের দাফন কাজেও এই পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন এবং তারা এই দায়িত্ব পালন করতে যেয়ে নিজেরাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাদের জন্য নির্মিত সেন্ট্রাল পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার জন্য আকিজ গ্রুপের পক্ষ থেকে আমরা এই মানবিক সহযোগিতার অংশীদার হতে পেরে মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই।   আমি মনে করি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এটিই উপযুক্ত সময়। তাই আসুন আমাদের যাদের সামর্থ্য আছে তারা জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিয়ে চিকিৎসাসেবায় অংশগ্রহণ করি এবং কর্মহীন, অসহায়, হতদরিদ্রের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে।

আকিজ গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, আমরা একে অপরের সবার জন্য দোয়া করি যেন, এই করোনার মহামারি থেকে আল্লাহ সুবাহানাহু তায়ালা আমাদের সবাইকে/গোটা মানবজাতিকে হেফাজত করেন, আমিন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
এইচএডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।