এ দিন শেষ ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৯২ জন, যা করোনা ভাইরাস বিপর্যয় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিনের ব্যবধানে বা ২৪ ঘণ্টার হিসাবে সর্বোচ্চ। অর্থাৎ নতুন রেকর্ড।
অবশ্য আগের চেয়ে এখন করোনা ভাইরাস টেস্টের মাত্রাও বাড়িয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সোমবার সর্বোচ্চ সংখ্যক, দুই হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষাও করেছে প্রতিষ্ঠানটি।
এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আটজন পুরুষ, দুইজন নারী। এ সংখ্যাও এ পর্যন্ত একদিনে যে মৃত্যু হয়েছে, তার মধ্যে সর্বোচ্চ পর্যায়ের। এর আগে একদিনে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছিল।
দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেওয়া হয়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ব্রিফ করেন।
তিনি বলেন, নতুন ১০ জনের মৃত্যু নিয়ে এ সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০১ জনে। এছাড়া নতুন আক্রান্তদের নিয়ে ওই সংখ্যা গিয়ে পৌঁছেছে দুই হাজার ৯৪৮ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১০ জন। এ নিয়ে মোট এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ জন।
তিনি বলেন, দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬০৪ জনের। পর্যায়ক্রমে টেস্টের মাত্রা আরও বাড়ানো হবে। একইসঙ্গে টেস্টের কেন্দ্রও বাড়ানোর পরিকল্পনা চলছে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
টিএ