ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা থেকে সেরে উঠলেন ডা. শহীদুল্লাহ সিকদার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
করোনা থেকে সেরে উঠলেন ডা. শহীদুল্লাহ সিকদার

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমএমএমইউ) সাবেক উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার সুস্থ হয়েছেন। তিনি বিএমএমএমইউ চর্মরোগ ও যৌনব্যাধি বিভাগের চেয়ারম্যান।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিএসএমএমইউ সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার প্রেস বিজ্ঞতিতে এ কথা জানান।

প্রেস বিজ্ঞতিতে বলা হয়, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার ও তার কন্যার করেনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার বিষয়টি মোবাইলে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

এ সময় তিনি তার শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ করে যারা তার জন্য দোয়া করেছেন, এই সময়ে তার খোঁজ-খবর রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রেস বিজ্ঞতিতে বলা হয়, চলতি মাসের ৮ এপ্রিল টেস্টে তার করোনা ভাইরাস ধরা পড়ে। তার কন্যা নীলিমা সিকদার ধরিত্রীরও (২০) করোনা ভাইরাস পজিটিভ আসে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
পিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।